মাহবুব রসায়ন হোম

বর্তমান সময়ে ইন্টারনেট বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যাবস্থা আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারনাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য্য। পৃথিবীব্যাপী মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি,সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপাত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা তা আসলে ভাষায় প্রকাশ করাটা কঠিন । শিক্ষকতা পেশায় আসার পর থেকে স্বপ্ন ছিল আমার একটি নিজস্ব ওয়েবসাইট থাকবে, সেখান থেকে শিক্ষার্থীরা অনেক জ্ঞান আহরণ করতে পারবে। আমি রসায়ন বিষয়ের শিক্ষক হওয়ায় ওয়েবসাইটে আপাতত উচ্চ মাধ্যমিক পর্যায়ের কনটেন্ট আপলোড করবো। আজ ওয়েব সাইটটি চালু করতে পেরে আমি খুবই আনন্দিত। ওয়েবসাইট চালু করতে যাদের বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেয়েছি, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো।